বহুল প্রত্যাশিত পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ প্রকাশিত তালিকায় চমক হিসেবে স্থান পেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে। ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৮ সেপ্টেম্বর জমা এবং ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেদিন সন্ধ্যা ৬টায় ভোটের ফল ঘোষণা করা হবে। একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
প্রার্থী হিসেবে ইতোমধ্যে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। সাবেক সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন।
এছাড়া বিসিবির মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।
ভোটার তালিকায় থাকা সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC