শুক্রবার ১০ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচন: পরিচালক পদে বিজয়ী হলেন যারা, আছেন সাবেক ক্রিকেটাররাও

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - BCB elections-Winners of directorship, including former cricketers
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে ক্রিকেট প্রশাসনে নতুন করে যুক্ত হলেন তাঁরা।

আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিতরাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে।

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পরিচালকদের তালিকা:

বিসিবি গঠনতন্ত্র অনুসারে, নির্বাচিত পরিচালকদের ক্যাটাগরিভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা): এই ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

    • চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
    • খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
    • ঢাকা বিভাগ: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
    • বরিশাল বিভাগ: সাখাওয়াত হোসেন।
    • সিলেট বিভাগ: রাহাত শামস।
    • রাজশাহী: মোখলেসুর রহমান।
    • রংপুর: হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা): এই ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

    • ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা): এই কোটা থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

    • খালেদ মাসুদ পাইলট।

এছাড়াও, এনএসসি কোটা (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল) থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

আরও পড়ুন