বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ১৮৩তম অবস্থান থেকে ১৮৪তম স্থানে নেমে এসেছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। জুন মাসের মিশ্র ফলাফলের কারণেই এই অবনতি বলে মনে করা হচ্ছে।
গত মাসে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ভালো শুরু করলেও, এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ১-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই হারই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। সমর্থকরা আশা করেছিলেন, এই ম্যাচে জয় পেলে র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। তবে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় দর্শকদের।
সিঙ্গাপুরের বিপক্ষে এই অপ্রত্যাশিত হারের জন্য অনেক সাবেক ফুটবলার এবং দেশের শীর্ষ কোচরা স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দায়ী করেছেন। তাদের মতে, কোচের কৌশলগত ভুল এবং খেলোয়াড়দের সঠিক ব্যবহার না করাই এই ব্যর্থতার কারণ।
অন্যদিকে, বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে স্পেন, এরপর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপ জেতার সুবাদে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে। বেলজিয়াম তাদের অষ্টম স্থান ধরে রেখেছে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে অবস্থান করছে।
দীর্ঘদিন ধরে নিজেদের উন্নতির জন্য সংগ্রাম করে আসা বাংলাদেশ ফুটবল দলের জন্য এই র্যাঙ্কিং নিঃসন্দেহে নতুন করে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করবে। তবে সামনে আরও অনেক ম্যাচ এবং সম্ভাবনা রয়েছে। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে লাল-সবুজের প্রিয় দল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC