অক্টোবর ১৮, ২০২৪

শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

বিশ্বের যে ১০টি দেশ সবচেয়ে দরিদ্র

Rising Cumilla - Africa
প্রতীকি ছবি/সংগৃহীত

পৃথিবীতে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে গরিব ১০টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া।

মূলত চলতি বছরের ৬ সেপ্টেম্বর এই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা দিয়েছে সংস্থাটি। তালিকা অনুযায়ী সবচেয়ে গরিব দেশ হলো দক্ষিণ সুদান। তালিকার বাকি দেশগুলো হলো- বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, লাইবেরিয়া, মাদাগাস্কার ও ইয়েমেন।

এদিকে আইএমএফের এই তালিকায় আফ্রিকা মহাদেশের ছোট ও কম শক্তিধর দেশ যেমন রয়েছে তেমনি রয়েছে আয়তনে বড় দেশও।

লাইবেরিয়া সীমিত সম্পদ, দুর্বল আর্থিক খাত ও প্রতিকূল কর ব্যবস্থার মতো বাধার কারণে বিদেশি বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় দেশও অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হলো ইয়েমেন। দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ ২ হাজার ১৩৬ মার্কিন ডলার। তবে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন থেকে সুনির্দিষ্ট অর্থনৈতিক তথ্য-উপাত্ত জোগাড় করা বেশ কঠিন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো-

দক্ষিণ সুদান: আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। দেশটির মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ মার্কিন ডলার।

মালাউই: আফ্রিকার দেশ মালাউই। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ মার্কিন ডলার।

লাইবেরিয়া: লাইবেরিয়া আফ্রিকার দেশ। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ মার্কিন ডলার।

মাদাগাস্কার: আফ্রিকার দেশ মাদাগাস্কার। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ মার্কিন ডলার।

বুরুন্ডি: বুরুন্ডি আফ্রিকার দেশ। দেশটির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ মার্কিন ডলার।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার দেশ। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ মার্কিন ডলার।

মোজাম্বিক: আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ মার্কিন ডলার।

নাইজার: নাইজার আফ্রিকার দেশ। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ মার্কিন ডলার।

ইয়েমেন: ইয়েমেন পশ্চিম এশিয়ার দেশ। দেশটির মাথাপিছু জিডিপি ২ হাজার মার্কিন ডলার।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র: আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ মার্কিন ডলার।