আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বন্দর থেকে স্থানীয় সময় গতকাল শনিবার বিশ্বের বৃহত্তম প্রমোদ তরী ‘আইকন অব দ্য সিস’ তার প্রথম যাত্রা শুরু করেছে।
রোববার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছি সংবাদামাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, প্রমোদ তরীটি ৭ হাজার ৬০০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার বা ১ হাজার ১৯৭ ফিট। প্রমোদ তরীটিতে ২০টি ডেক, ৭টি সুইমিংপুল, ৬টি ওয়াটার স্লাইড এবং ৪০টির বেশি রেস্তোরাঁ, বার ও লাউঞ্জ রয়েছে।
এটির মালিক রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ।
বিবিসি জানিয়েছে, প্রমোদ তরীটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ৭ দিনের সমুদ্রযাত্রায় যাচ্ছে।
[caption id="" align="alignnone" width="5000"] বিশ্বের বৃহত্তম প্রমোদ তরী ‘আইকন অব দ্য সিস’। ছবি: এপি[/caption]
তবে প্রমোদ তরীটির মিথেন গ্যাস নিঃসরণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। তারা বলছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসচালিত প্রমোদ তরীটি বাতাসে ক্ষতিকারক মিথেন ছড়াবে।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনের (আইসিসিটি) মেরিন প্রোগ্রামের পরিচালক ব্রায়ান কমার বলেছেন, ‘এটি একটি ভুল পদক্ষেপ। কারণ, আমরা অনুমান করেছি যে, সামুদ্রিক জ্বালানি হিসেবে এলএনজি ব্যবহার করলে সামুদ্রিক গ্যাস তেলের তুলনায় ১২০ ভাগ বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়।’
তবে রয়্যাল ক্যারিবিয়ানের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইকন অফ দ্য সিস’ আধুনিক জাহাজের জন্য আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্ধারিত মানের চেয়ে ২৪ ভাগ বেশি শক্তি সাশ্রয়ী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC