ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপের পরপরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

Pakistan vs Bangladesh
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ব্যস্ত ক্রিকেট সূচি থেকে আরেকটি সিরিজ বাদ দিতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের পর এবার স্থগিত হল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

বিসিবির অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তী সময়ে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।”

জালাল ইউনুস ক্রিকবাজকে আরও জানান, ‘যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও কোনোপ্রকার আভাস দেওয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য।’

এদিকে ২০২৪ সালের এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ২০২৪ সালে টাইগারদের ১৪টি টেস্ট খেলার কথা থাকায় ব্যস্ত সূচি থেকে এই সিরিজ বাদ দেওয়া হয়েছে।

অপরদিকে বিশ্বকাপের পরপরই পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে টাইগাররা। যেখানে ২ টেস্টের সঙ্গে আছে ৩ টি২০’র সূচি। অক্টোবর-নভেম্বর সূচিতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে থাকবে দুই টেস্ট।