বিয়ের উপহার মানে সাধারণত গহনা, নগদ টাকা বা মূল্যবান সামগ্রী। কিন্তু এবার ঘটল এক অদ্ভুত ঘটনা! ভিয়েতনামের এক কনে তার বাবা-মায়ের কাছ থেকে বিয়ের উপহার হিসেবে পেয়েছেন আস্ত ১০০টি খাটাশ, যার বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা।
এনডিটিভির এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে সোমবার (৯ জুন) এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ বছর বয়সী এই কনে গত মে মাসে তার বিয়ের সময় এই ভিন্নধর্মী উপহার পেয়েছেন। ১০০টি খাটাশের এই উপহারের মূল্য প্রায় ৭০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ টাকা। বিশ্বের অন্যতম দামি কফি, কোপি লুয়াক উৎপাদনে এই প্রাণীগুলো বিশেষভাবে মূল্যবান।
সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, এই বিশাল উপহারের তালিকায় শুধু খাটাশই ছিল না। এর সঙ্গে ছিল ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ, ৩০০ মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি। অন্যদিকে, বরের পরিবারও এই বিয়েতে ১০ তায়েল সোনা, ২০০ মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা উপহার দিয়েছে।
কনের বাবা হং চি তাম জানান, তার সব সন্তানই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি তার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছেন যা আয়ের উৎস হতে পারে এবং মেয়ে চাইলে খাটাশগুলো পালন বা বিক্রি করতেও স্বাধীন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "আমার মেয়ে বিজনেস স্কুলের স্নাতক। তিনি এই সম্পদগুলো পরিচালনার জন্য সম্পূর্ণ সক্ষম। যে পদ্ধতিই হোক না কেন, এটি তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।"
ভিয়েতনামে খাটাশের কদর অত্যন্ত বেশি। একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাশের মূল্য প্রায় ৭০০ মার্কিন ডলার, আর গর্ভবতী একটি খাটাশের মূল্য ১,০৫০ ডলার পর্যন্ত হতে পারে। এই উচ্চমূল্যের প্রধান কারণ হলো কোপি লুয়াক কফি উৎপাদনে এদের বিশেষ ভূমিকা। খাটাশ পাকা কফি চেরি খেয়ে থাকে এবং তাদের পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কফি বিন পরিষ্কার, প্রক্রিয়াজাত ও রোস্ট করে এই বিশেষ কফি তৈরি হয়। এছাড়া চীন ও ভিয়েতনামে খাটাশের মাংসকে বিলাসবহুল খাবার হিসেবে গণ্য করা হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধেও এটি ব্যবহৃত হয়, যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC