ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের প্লে অফের দৌড়ে এগিয়ে যারা

Bangladesh Premier League (BPL)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ফাইল ছবি

চলতি বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই তালিকায় এগিয়ে আছে ফরচুন বরিশাল। আনুষ্ঠানিকভাবে না হলেও দলটি এক পা দিয়ে রেখেছে পরের পর্বে।

চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে বরিশাল ও কুমিল্লা। এই ম্যাচে জয় পেলে বরিশাল আনুষ্ঠানিকভাবে শেষ চারে নিশ্চিত হবে। তখন দিনের অন্য ম্যাচ খুলনা-সিলেটের লড়াই কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তবে প্রথম ম্যাচে বরিশাল হারলে এবং দ্বিতীয় ম্যাচে খুলনা জিতলে তখন দুদলেরেই পয়েন্ট ১২ হবে। তাতে নেট রানরেটে এগিয়ে থাকা দল পরের পর্বে যাবে। যেখানে অনেকটাই এগিয়ে আছে বরিশাল। তাতে বলা যায়, বড় কোনো অঘটন না ঘটলে এলিমিনেটর পর্বে খেলা হচ্ছে বরিশালের।

এদিকে সবার আগে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা। রেকর্ড ১১টি ম্যাচে টানা হেরে বিদায় নেয় দলটি। আর গেলবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সও এবার নামের প্রতি সুবিচার করতে পারেনি।