
সাধারণত বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহারসামগ্রী। কিন্তু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রাক্তন শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তাদের তিন শিক্ষককে জানালেন স্মরণীয় বিদায়। অবসরপ্রাপ্ত এই শিক্ষকরা উপহার হিসেবে পেয়েছেন পবিত্র ওমরাহ হজের প্যাকেজ।
এছাড়া অবসরে যাওয়া তিন শিক্ষককে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রীও দেওয়া হয়।
শনিবার (২৬ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানেই আমিন আহম্মেদ (বিএসসি, বিএড), এ.কে.এম মফিজুর রহমান (বিএসসি, বিএড) এবং আবদুল মবিন— এই তিন অবসরপ্রাপ্ত শিক্ষককে ওমরাহ প্যাকেজ বুঝিয়ে দেওয়া হয়। এমন অপ্রত্যাশিত ও হৃদয়গ্রাহী উপহার পেয়ে শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তাদের চোখে আনন্দের অশ্রু দেখা যায়।
বক্তব্যে বিদায়ী শিক্ষকরা বলেন, “দেশের কোথাও শিক্ষককে পবিত্র ওমরা পালনের সার্বিক ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব শিক্ষার্থীরা নিয়েছে এটি আমাদের জানা নেই, কিন্তু এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অবসরপ্রাপ্ত আমরা তিন শিক্ষকের জন্য যে সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে এমন বিদায়ী সম্মাননা বিরল। আমরা তাদের জন্য মন ভরে দোয়া করি, যারা যেন জীবনে সফল হয়।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এন্ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সফিকুর রহমান খানও বক্তব্য রাখেন।
শিক্ষকদের এই ব্যতিক্রমী বিদায়ী সম্মাননার পাশাপাশি, এবছর কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।