বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ভর্তি পরীক্ষা এবং পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল নয়টায় ব্যাডমিন্টন কোর্টে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় কুবি প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী উপস্থিত ছিলেন।
এ বছর বিভিন্ন বিভাগের ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিএনসিসির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়াও ক্যাডেট কর্পোরালদের ক্যাডেট সার্জেন্ট পদে এবং ক্যাডেট ল্যান্স কর্পোরালদের ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার ১ম ধাপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তী ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে পদোন্নতি পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।
জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
এর আগে ২৪শে সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে বিএনসিসি কুবি প্লাটুন।
উল্লেখ্য,জ্ঞান ও শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯শে এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC