ফেব্রুয়ারি ১৫, ২০২৫

শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাল্যবিয়ে রুখতে যে পদক্ষেপ নিলো কুয়েত সরকার

Wedding
প্রতীকি ছবি/সংগৃহীত

কুয়েত সরকার বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে দেশটিতে ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছে।

শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫ বছর। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭ বছর। এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করলো কুয়েত সরকার।

কুয়েত সরকার জানায়, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে।

গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।