ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

বাজে ব্যাটিংয়, বাংলাদেশকে কাঁদিয়ে নারী এশিয়া কাপ জিতল ভারত

Rising Cumilla - Bad batting, India won the Women's Asia Cup by making Bangladesh cry
বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ২০২৪ শিরোপা জিতলো ভারত। সৌজন্যে: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে জেতা হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। ফলে ৪২ রানের জয় পেয়েছে ভারত। বাংলাদেশকে কাঁদিয়ে তাই নারী এশিয়া কাপের শিরোপা ভারতেরই।

টি-টোয়েন্টিতে ১১৮ রানের লক্ষ্য খুব একটা বড় নয়। রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৪৪ করে জয়ের আশাও জাগিয়েছিল সুমাইয়া আক্তারের দল। এরপর নামা ধসে মিলিয়ে যায় শিরোপা জয়ের স্বপ্নটা। বাংলাদেশ অলআউট হয় ৭৬ রানে। ১৮.৩ ওভারই ব্যাট করতে পারেন বাংলাদেশের মেয়েরা।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরেদৌস জয়িতা খেলেন ৩০ বলে ৩ বাউন্ডারিতে সবচেয়ে বেশি ২২ রানের ইনিংস। ওপেনার ফাহমিদা চয়া আউট হন ২৪ বলে ১৮ করে। ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে কেবল ১৩ রানে নেন ২ উইকেট। এছাড়া আইয়ুশি শুক্লা নেন ১৭ রানে ৩ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

দলীয় ২৫ রানের মাথায় পঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকেও ফেরান ফারজানা। এরপর নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান।

পরবর্তীতে আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। ১২ বলে ৫ রান করা আনসারিকে ফেরান নিশি। এরপর ফারজানা ফেরান ফিফটি হাঁকানো ব্যাটার তৃষাকে। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। এরপর লেজের সারির ব্যাটারদের চেষ্টায় স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।