মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

বাইউস্ট ডিবেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় অডিটোরিয়াম গতকাল সোমবার (১৯ মে) বাইউস্ট ডিবেট ক্লাবের আয়োজনে সমাপ্ত হওয়া “আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫”-এর শ্বাসরুদ্ধকর ফাইনাল পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ইংরেজি বিভাগের বিতার্কিকরাও তাদের সাবলীল উপস্থাপনা দিয়ে রানার-আপের স্থান অর্জন করে।

দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার প্রথম ধাপে গত ১৪ মে প্রিলিমিনারি ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের বিতার্কিকরা অংশ নিয়েছিল। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গতকালের ফাইনাল রাউন্ড, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইংরেজি বিভাগের দল একে অপরের মুখোমুখি হয়।

প্রতিযোগিতায় উত্থাপিত বিষয়গুলো ছিল বেশ সময়োপযোগী এবং চিন্তামূলক— “এই সংসদ বিশ্বাস করে, পারমাণবিক অস্ত্র পৃথিবীকে অধিকতর নিরাপদ করেছে”, “এই সংসদ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের প্রবর্তন করবে”, এবং “এই সংসদ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্ররাজনীতিকে সমর্থন করে না”।

চূড়ান্ত পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানমন্ত্রী ও প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী নাইম শওকাত সেতু তার অসাধারণ যুক্তিতর্ক ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে সেরা বিতার্কিকের মুকুট ছিনিয়ে নেন।

চ্যাম্পিয়ন দলের অন্য সদস্যরা হলেন নাফিজ মুত্তাকি (উপ-প্রধানমন্ত্রী, দ্বিতীয় বর্ষ) এবং মো. সারওয়ার ভূঁইয়া (সরকারি উইপ, প্রথম বর্ষ)। অন্যদিকে, রানার-আপ ইংরেজি বিভাগের দলের নেতৃত্ব দেন ফারহিন তাসনুভা (প্রধানমন্ত্রী, চতুর্থ বর্ষ), এবং দলের অন্য দুই সদস্য ছিলেন কাজী মাহির তাজওয়ার (উপ-প্রধানমন্ত্রী, তৃতীয় বর্ষ) ও নুসরাত জাহান নিশি (সরকারি উইপ, তৃতীয় বর্ষ)।

এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাদি রহমান নিকাশ, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেট ফেডারেশন (CUDF)-এর সভাপতি ইসতিয়াক আহমেদ এবং ভিক্টোরিয়া কলেজ ডিবেট সোসাইটি (VCUDS)-এর সাবেক সভাপতি ও অ্যাব্রোড স্টাডি লিমিটেডের শাখা ব্যবস্থাপক শাহনূর কিবরিয়া সুজন। তাদের জ্ঞানগর্ভ বিচারকার্য প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. নূর হোসেন, বিএসপি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তিনি তার বক্তব্যে বলেন, “বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যৌক্তিক বিশ্লেষণ এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে এক অপরিহার্য মাধ্যম। আমি বিশ্বাস করি, বাইউস্টের এই মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইউস্ট ডিবেট ক্লাবের উপদেষ্টা এবং বিজ্ঞান ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডিবেট ক্লাবের সভাপতি আনিকা বিনতে ইকবাল, সাধারণ সম্পাদক সাইমোম শাহরিয়া, সহ-সভাপতি মারিয়া ফরহাদ ও রাইসা এবং ক্লাবের অন্যান্য কর্মীরা। তাদের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুর রশিদ, ডিবেট ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং আইন, ইংরেজি, সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পুরস্কার বিতরণ পর্বটি সুন্দরভাবে উপস্থাপন করেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদাউস আক্তার।

এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাটি কেবল যুক্তির লড়াই ছিল না, এটি ছিল তারুণ্যের উদ্দীপনা আর জ্ঞানচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। উপস্থিত সকলে এই প্রতিযোগিতার উচ্চমান এবং বিতার্কিকদের বাগ্মিতার ভূয়সী প্রশংসা করেন। এই আয়োজন বাইউস্ট ক্যাম্পাসে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তির আলোয় আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবে।

আরও পড়ুন