নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বাইউস্ট আইন বিভাগে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি) এর আইন বিভাগের উদ্যোগে “Learning the Art & Craft of Mooting: A Beginner’s Guide” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৮ মে) আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নাঈম আলিমুল হায়দারের সভাপতিত্বে ও প্রভাষক রাশপিয়াতুর রাশপি’র সঞ্চালনায় দুপুর ১২:৩০ থেকে ৩:০০ টা অবধি উক্ত কর্মশালাটি পরিচালিত হয়।

উক্ত কর্মশালার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের প্রভাষক জনাব মোঃ জাহেদুল ইসলাম। কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আইনি গবেষণা, মুটিং, আদালতের যথাযথ শিষ্টাচার এবং মৌখিক উপস্থাপনার কলাকৌশল নিয়ে একটি সুন্দর ও সুস্পষ্ট ধারণা প্রদান করা।

অনুষ্ঠানের এক পর্যায়ে মূল বক্তা মোঃ জাহেদুল ইসলাম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মুটিংয়ের গুরুত্ব, মেমোরিয়াল লেখার যথাযথ নিয়মকানুন সহ আইনি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে উনার সম্পাদনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তারা মুটিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছে, যা তাদের মুটিং দক্ষতা এবং আইন বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশাবাদী।

প্রশ্নোত্তর পর্বের পর কর্মশালার আহ্বায়ক তানজিলা তামান্না ও সহ-আহবায়ক রাশপিয়াতুর রাশপি’র উপস্থিতিতে প্রধান বক্তা জাহেদুল ইসলামের কাছে সম্মাননা স্মারক হস্তান্তর করেন।

কর্মশালার শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি, আইন বিভাগের প্রধান ডাঃ মোঃ নাঈম আলিমুল হায়দার, মুটিং দক্ষতার উপর মূল্যবান বক্তব্য প্রদানকালে বলেন যে উক্ত কর্মশালাটি শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন আইনি শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদী এবং বক্তব্য প্রদান শেষে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।