বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫

বাইউস্ট আইন বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

বাইউস্ট আইন বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর গতকাল ৬ আগস্ট ২০২৫, বুধবার আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

শিক্ষা সফরের গন্তব্য ছিল চট্টগ্রামের নয়নাভিরাম স্থানসমূহ—মিরসরাই উপজেলার মহামায়া লেইক, সীতাকুণ্ড ইকো পার্ক এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা।

সফরের প্রথম গন্তব্য ছিল মহামায়া লেইক, যেখানে পাহাড় ও হ্রদের সৌন্দর্যে বিমুগ্ধ হয় পুরো দল। সেখানে গিয়ে নৌকাযোগে শুরু হয় ঘোরাঘুরি আর ফটোসেশনের উৎসব। এরপর দুপুরে খাবারের পর সবাই রওনা হয় সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কের সবুজের ছায়ায় সময় কাটিয়ে বিকেলের আলোয় সবাই হাজির হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে, যেখানে সমুদ্রের গর্জন আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য শিক্ষার্থীদের মনে রেখে দেয় স্মরণীয় মুহূর্ত।

এই সফরে বিভাগের প্রধান ড. নাইম আলিমুল হায়দার স্যারের নেতৃত্বে উপস্থিত ছিলেন আইন বিভাগের সকল শিক্ষকগণ, যারা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একটি আন্তরিক বন্ধনের সুযোগ তৈরি করেন।

শিক্ষা সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শুধু আনন্দভ্রমণ নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা। তাছাড়া আইনের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের জন্য এটি ছিল বিশ্ববিদ্যালয় জীবনের শেষ শিক্ষা সফর—একটি আবেগঘন, আনন্দময় ও স্মরণীয় দিন। সফর শেষে রাত ১২টায় সবাই নিরাপদে কুমিল্লায় ফিরে আসে।

বাইউস্ট আইন বিভাগের এমন আয়োজনে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষকবৃন্দের প্রতি এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বিভাগের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা যোগাবে।

আরও পড়ুন