বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)- কনফারেন্স রুমে, আইন গবেষণা পদ্ধতি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ কর্মশালাটির ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন।
বাইউস্টের আইন বিভাগ কর্তৃক আয়োজিত এই কর্মশালায় অধ্যাপক নাসরুল্লাহ আইন গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল গবেষণার উদ্দেশ্য, মৌলিক উপাদান, পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি, গবেষণা প্রশ্ন প্রণয়ন, গবেষণার নৈতিক দিক এবং উচ্চ মানসম্পন্ন গবেষণা প্রকাশনার জন্য প্রয়োজনীয়তা।
[caption id="attachment_29191" align="alignnone" width="1200"] ছবি: প্রতিনিধি[/caption]
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ এবং আয়োজক দলকে ধন্যবাদ জানান।
তার বক্তব্যে ব্রিগেডিয়ার হোসেন ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কর্মশালার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোছা: রেজওয়ানা করিম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলীমুল হায়দার অতিথিবৃন্দ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
[caption id="attachment_29192" align="alignnone" width="1200"] ছবি: প্রতিনিধি[/caption]
কর্মশালায় বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), অনুষদের ডিন অধ্যাপক ড. কে. আহমেদ আলম, আইন বিভাগের সকল শিক্ষকমন্ডলী এবং ৭০ জন সিনিয়র শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক রাসপিয়াতুর রাসপি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC