জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

বাইউস্টে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Rising Cumilla - Anti-drug awareness seminar held in Baiust
বাইউস্টে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় মাদকবিরোধী সচেতনতা, নৈতিকতা এবং স্বাস্থ্যকর জীবন যাপনের উপর এক গঠনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।

সেমিনারের প্রথম পর্বে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। তিনি প্রামাণ্যচিত্র ও পাওয়ার-পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাদকের ভয়াবহতা, শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব এবং সামাজিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীসহ সকলকে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরবর্তী সেশনে, নৈতিক ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান। তিনি শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক অভ্যাস গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। সমাজে পরিবর্তন আনতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মাদকমুক্ত একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান এবং নৈতিকভাবে দৃঢ় ও স্বাস্থ্যবান জীবন গঠনের আহ্বান জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.)। বাইউস্ট মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক আয়োজনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই আয়োজন সকলের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন