
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায়- “Key Issues of Faculty Development” শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বাইউস্টের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই সেশন অনুষ্ঠিত হয়। বাইউস্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এই সেশনে বাইউস্টের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সেশনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক কাজী শহিদুল ইসলাম। সেশনটি সঞ্চালনা করেন আইকিউসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম।
সেশনে উপাচার্য মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষণ পদ্ধতির গুণগত মান, সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত মূল্যায়ন, শিক্ষকগণের পেশাগত অগ্রগতি ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন, কৃত্রিম বুদ্ধিমত্তার সচেতন ও বিচক্ষণ ব্যবহার, উচ্চশিক্ষা অর্জনের প্রয়াস, দলবদ্ধ কাজের মানসিকতা এবং শিক্ষক-শিক্ষার্থী সুসম্পর্কের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এই সেশনটি শিক্ষকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।