
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত শুধুমাত্র একটি ভূ-রাজনৈতিক বিষয় নয়; এটি মানবাধিকার, আইনি জটিলতা, শিক্ষা, আত্মপরিচয় এবং গণমাধ্যমের ভূমিকার প্রশ্নকেও সামনে আনে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে ষোমবার (১৪ জুলাই) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় অনুষ্ঠিত হলো একটি অন্তর্দৃষ্টিসম্পন্ন সেমিনার—“Israel-Palestine Conflict: Law, Media, and the Human Experience under Occupation”।
আইন বিভাগ ও বাইউস্ট ল’ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের প্রথম অধিবেশনে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসাইন, এসপিপি, পিএসসি (অবঃ)। তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন—দীর্ঘদিনের সংঘাতে জর্জরিত ভূখণ্ডে বসবাসরত যুবসমাজ কীভাবে তাদের শিক্ষা, পরিচয় এবং মানসিক স্বাস্থ্য সংকটে পড়ে। “Youth, Identity, and Education Under Conflict: The Psychological Impact of the Israel-Palestine Crisis” শীর্ষক উপস্থাপনাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরে যুদ্ধাপরাধ, অধিকারহীনতা এবং প্রজন্মের পর প্রজন্ম কীভাবে দুঃসহ বাস্তবতার মুখোমুখি হয়।
দ্বিতীয় অধিবেশনে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড. কে. আহমেদ আলম, অধ্যাপক, ইংরেজি বিভাগ; ডিন, বিজ্ঞান ও মানবিক অনুষদ; ও পরিচালক, আইকিউএসি। তিনি “Media, Narratives and Misinformation: The Role of Global Media in Shaping Discourse on the Israel-Palestine Conflict” বিষয়ক আলোচনায় গ্লোবাল মিডিয়ার ভূমিকা, পশ্চিমা ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিবরণীর বিভাজন এবং তথ্যবিকৃতির প্রভাব নিয়ে বিশ্লেষণ করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা বিকাশে সহায়ক হয়।
তাছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাইম আলিমুল হায়দার, সহকারী অধ্যাপক মোসাঃ রেজওয়ানা করিম, প্রভাষক তানজিলা তামান্না ও লামিয়া দিলশাদ ওয়াজিহা। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ৯২ জন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন।
এটি শুধু একটি সেমিনার নয়—এই আয়োজন Outcome Based Education (OBE) কারিকুলামের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আইন বিভাগের পাঁচটি কোর্সের পাঠ্যবস্তুর সঙ্গে বিষয়বস্তু মিলিয়ে এই আলোচনার আয়োজন করা হয়, যা একাডেমিক শিক্ষাকে বাস্তব জীবনের জটিল বাস্তবতার সঙ্গে সংযুক্ত করার এক যুগান্তকারী প্রয়াস
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১১.৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩.৩০ মিনিটে শেষ হওয়া এই জ্ঞানগর্ভ সেমিনারের সঞ্চালনা ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক মোঃ শামীম আহমেদ। তাঁর দক্ষ পরিচালনায় সেমিনারটি গতি ও গুরুত্বের সমন্বয়ে পরিণত হয় একটি সফল জ্ঞানের উৎসবে।
এই সেমিনার প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি হতে পারে মুক্ত বিতর্ক, বিশ্লেষণ ও মানবিক চেতনার এক উন্মুক্ত মঞ্চ। বাইউস্ট ল’ ক্লাব ও আইন বিভাগের এই যৌথ প্রয়াস ভবিষ্যতের সচেতন, মানবিক ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া আইনজ্ঞ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে নিঃসন্দেহে।