সোমবার (৪ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার (৩ মার্চ)।
শনিবার (২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্য প্রকাশ করে। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য দেড় হাজার টাকা।
টিকিটের মূল্য:
ম্যাচের টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার এবং রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। ম্যাচের দিন এবং আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
এছাড়াও, ২ মার্চ থেকে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনেও পাওয়া যাবে টিকিট। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে। টিকিট সংগ্রহের সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
ম্যাচের তালিকা:
সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC