রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ বাংলাদেশে আনকাট ভার্সনে মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)।
আকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশে ‘অ্যানিম্যাল’ আনকাট সেন্সর পেয়েছে। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির যে সংস্করণ মুক্তি পেয়েছে, দেশে প্রেক্ষাগৃহে একই সংস্করণ দেখতে পারবেন দর্শকরা।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
ইতোমধ্যেই বিশ্বব্যাপী মুক্তির ৪ দিনে প্রায় ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। এভাবেই এগিয়ে যেতে থাকলে খুব দ্রুতই পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC