অবশেষে, গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় দীর্ঘ দিনের বান্ধবী শাশ্বতী শাশ্বতী সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা সত্যম।
সোমবার তাদের বিয়ের আসরে অভিনেতার বন্ধুবান্ধব ছাড়াও টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ।
এদিন সত্যম সেজেছিলেন লাল পাড় সাদা ধুতি এবং লাল রঙের পাঞ্জাবিতে। সঙ্গে নিয়েছিলেন নকশা কাটা সাদা কাশ্মীরি শাল। অন্য দিকে শাশ্বতীর পরনে ছিল লাল বেনারসি শাড়ি।
কোনো ছবিও সামাজিকমাধ্যমে পোস্ট করেননি নবদম্পতি। বউভাত থেকে শুরু করে গায়েহলুদ পর্বের ছবি সামাজিকমাধ্যমে তাদের বন্ধুরাই মূলত ভাগ করে নিয়েছিলেন।
তবে সত্যম আগেই জানিয়েছিলেন যে, তিনি কয়েক বছর আগেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে সেটা হয়ে ওঠেনি। অবশেষে সোমবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা। তবে বিয়ের পরেই আপাতত নবদম্পতির হানিমুনের কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন সত্যম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC