ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই একের পর এক আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে কুমিল্লা নগরীর আকাশ। আতশবাজির আলোয় রাতের আঁধার কাটিয়ে আলো ছড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে কুমিল্লাবাসী।
আজ রোববার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় কুমিল্লার আকাশে বর্ণিল আতশবাজি ও ফানুস উড়িয়ে নগরবাসী ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে।
এদিকে ১২টার পর শহরের প্রায় প্রতিটি এলাকার বাড়ির ছাদ থেকে এবং শহরের উঁচু উঁচু রেস্টুরেন্ট থেকে আতশবাজি করে বর্ষবরণ করতে দেখা গেছে। বিভিন্ন ছাদে বার বি কিউ আয়োজন, কেক কাটাসহ আলোকসজ্জাও করতে দেখা গেছে।
অপরদিকে পুলিশের নিষেধাজ্ঞার পরও বিভিন্ন বাসার ছাদ থেকে উড়ানো হয়েছে ফানুসও। কয়েকটি এলাকার ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়।
এসময় কুমিল্লার বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়।
এছাড়া ২০২৩ সালকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য কুমিল্লার গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র্যাবের সদস্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC