বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি ও দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা।
৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল) , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (নয়া দিগন্ত) , দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকন্ঠ) , কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন, ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা৷ নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম৷
নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে আসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।
ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC