বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং ব্রাক ব্যাংকের সহযোগিতায় কর্পোরেট দুনিয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে 'ক্যারিয়ার টক ২০২৫' নাম ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় জিবানানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর মানবসম্পদ বিভাগের প্রধান (হেড অব এইচআর) আখতারউদ্দিন মাহমুদ। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা, নিয়োগ প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের উপায় এবং সিভি তৈরির গুরুত্বপূর্ণ দিক নিয়ে দিকনির্দেশনা দেন।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্পোরেট সেক্টরের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ অত্যন্ত জরুরি। ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতা (Collaboration) হবে। একইসঙ্গে, শিক্ষার্থীদের সুবিধার্থে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পরিবহণ ব্যবস্থার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
উক্ত সেমিনারের কনভেনার ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ব্র্যাক ব্যাংকের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের অভিজ্ঞ নেতৃত্বকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি, আজকের এই সেমিনার শিক্ষার্থীদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য সিভি জমা দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়, যা ভবিষ্যতে চাকরির সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC