বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব। মেলায় তালপাতার পাখা, মুখোশসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ববির মুক্তমঞ্চের মাঠে এ মেলা হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, বাঙালীর সমাজ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখের সাজে র্যাম্প শো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে মুখরোচক খাবারসহ দেশীয় হরেক পণ্য। শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে এ আয়োজন বলে জানিয়েছেন পদাতিকের সভাপতি ভূমিকা সরকার।
ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ইটপাথরের নগরীতে থাকতে থাকতে যখন আমরা গ্রামের শৈশব ভুলে গিয়েছিলাম। এ আয়োজনের মধ্যদিয়ে আমরা শৈশবের আবহে আনন্দ ফিরে পেয়েছি। গ্রামীণ সমাজ সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন চমৎকার লেগেছে।
পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, শিক্ষার্থীদের বাঙালি ঐতিহ্যের প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে আমাদের এ আয়োজন। আমরা মনে করি, এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC