২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ ও ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা।
প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ও পরিচয়পত্র বিতরণ করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। বছরের অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সেন্ট্রাল ওরিয়েন্টেশন ও আইডি কার্ড বিতরণ হয়নি।
ফলে নবীন শিক্ষার্থীরা একদিকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে পরিচয়ের প্রমাণ দিতে গিয়েও সমস্যায় পড়ছেন।
প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তির সময় ওরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে নিলেও ছয় মাস অতিবাহিত হওয়ার পরও বাস্তবায়ন হয়নি ববি'র ১৩ ব্যাচের সেন্ট্রাল ওরিয়েন্টেশন। একইসঙ্গে বিতরণ করা হয়নি পরিচয়পত্রও।
ইতিহাস বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ বলেন," বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর ৬ মাস কেটে গেলেও অনুষ্ঠিত হয়নি কাঙ্ক্ষিত ওরিয়েন্টেশন এবং শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি আইডি কার্ড ।এটা খুবই মর্মান্তিক বিষয়। যদিও আমাদেরকে দিতে হয়েছে সকল ধরনের ফি।
বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না থাকায় বাইরে বিভিন্ন জায়গায় যাচাইয়ের সময় আমাদের সমস্যায় পড়তে হয়। অনেক সময় সন্দেহের চোখে দেখে, অথচ আমরা একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এই দুরবস্থার জন্য দায়ী কে?”
এ বিষয়ে ১৩ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “প্রতি বছর নবীনদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ওরিয়েন্টেশনের আয়োজন করে থাকে। কিন্তু ক্লাস শুরু হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ১৩ ব্যাচের নবীনবরণ এখনো অনুষ্ঠিত হয়নি। যদি নবীনবরণ অনুষ্ঠিত না হয়, তাহলে নবীনবরণের নামে আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থী হিসেবে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ওরিয়েন্টেশন পাইনি, অথচ আমাদের দিতে হয়েছে ধার্যকৃত সকল ফি। বিষয়টির প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা, ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর জবাবদিহিতা দাবি করছি।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ওরিয়েন্টেশন না হওয়া হতাশাজনক। এতে নবীন শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। অরিয়েন্টেশন সময়মতো হলে শিক্ষার্থীরা সহজে মানিয়ে নিতে পারত। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা অরিয়েন্টেশন ও আইডি কার্ড না পাওয়ায় হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সুজন চন্দ্র পল বলেন, “সেন্ট্রাল অরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কিছু কারণে সেটা হয়নি। তবে সামনে কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, প্রশাসনের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।”
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, “অরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। হবে কি হবে না, সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভালো বলতে পারবেন।”
তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC