ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে সভাপতি এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ বুধবার (০৬ মার্চ) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে কমিটির অনুমোদন করা হয়। এসময় কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড,সুব্রত কুমার দাস, সহযোগী অধ্যাপক সুমনা রানী সাহা, সহযোগী অধ্যাপক সুকেন গৌসামী, সহকারী অধ্যাপক শাহানাজ পারভিন রিমি, সহকারী অধ্যাপক মো. রশিদ আল আসিফ স্যার।
কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আমরা ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং যেকোনো সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, আমরা শিক্ষা,সংস্কৃতি ও সহমর্মিতার মাধ্যমে এক হয়ে কাজ করতে চাই।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শামীম আহমেদ,নাবিলা জান্নাত,মোঃ আরমান হোসেন,মারুফ অহমেদ,সাদিয়া ইসলাম চৈতি,
রাফিন কাইসার,আরিফুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক অপূর্ব ভৌমিক,বাহারুল ইসলাম,নাজমুস সাকিব,সাইদুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো,ইমন হোসেন। অর্থবিষয়ক সম্পাদক তামিম আহমেদ রিয়ান,।প্রচার সম্পাদক মো, হাসিব বিশ্বাস।
দপ্তর সম্পাদক প্রবাল বিশ্বাস।ক্রীড়া সম্পাদক মো,আব্দুর রহিম।সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত খন্দকার। আপ্যায়ন সম্পাদক গৌতম কুমার।ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা তাসনিম।
এ সময় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম জিহাদ ও সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC