বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ পত্রিকা-ভিত্তিক প্রতিযোগিতা "নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৪" যা আয়োজন করেছে দ্য ডেইলি স্টার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে পাঁচটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়— ক্যাটাগরি A (৩য়-৫ম শ্রেণি), ক্যাটাগরি B (৬ষ্ঠ-৮ম শ্রেণি), ক্যাটাগরি C (৯ম-১০ম শ্রেণি), ক্যাটাগরি D (১১শ-১২শ শ্রেণি) এবং ক্যাটাগরি E (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সহ-সভাপতি রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নিউজপেপার অলিম্পিয়াড-এর প্রেসিডেন্ট রাব্বি হাসান, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা মাসরুর ইনান (কিটো ভাই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে "হিউমর ট্যাবলেট" নামে পরিচিত মাসফিক এনাম তুর্জ। এছাড়াও উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির সভাপতি সেতু খানম।
পরীক্ষা দিতে নিয়ে আসা এক শিক্ষার্থীর অভিভাবক রোকসানা সুলতানা বলেন, ক্লাসের পড়াশোনার বাইরেও প্রতিযোগিতামূলক এমন আয়োজন শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখবে। আমার ছেলেকে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়। তবে এবারই প্রথম নিউজপেপার অলিম্পিয়াডে অংশগ্রহণ করাতে নিয়ে আসছি। সামগ্রিক আয়োজন বেশ ভালো লেগেছে।
নিউজপেপার অলিম্পিয়াড একটি সারাদেশব্যাপী জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, যা কিশোর ও তরুণদের সংবাদপত্র পাঠে আগ্রহী করে তুলতে আয়োজিত হয়। ২০১৮ সালে যাত্রা শুরু করা এই আয়োজন বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি, সাধারণ জ্ঞান, সমসাময়িক ঘটনা, বিজ্ঞান, সাহিত্য ও ইতিহাস নিয়ে প্রতিযোগিতা ও কর্মশালা আয়োজন করে নিউজপেপার অলিম্পিয়াড।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের আয়োজনে অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ছিল, যা তরুণ প্রজন্মের মধ্যে সংবাদপত্র পাঠের গুরুত্ব ও আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC