বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি সেনা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত প্লাটুন ইনচার্জ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো: সেলিম রেজা। একইসঙ্গে মহিলা প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মারিয়া আক্তার লিয়া।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি শাখা ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন কার্যক্রম পরিচালনা করে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি স্বেচ্ছাসেবী ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন, যার মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিকতার চেতনায় গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিএনসিসি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সামরিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক সেবা ও নেতৃত্বগুণ অর্জনের সুযোগ পেয়ে থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি সেনা প্লাটুন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণ, মহড়া এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে।
এছাড়াও নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আরও কয়েকজনকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।পুরুষ প্লাটুনের ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদ থেকে পদন্নোতি পেয়ে ক্যাডেট কর্পোরাল হয়েছেন রাজন আহমেদ রাফি, মো: রুয়েল রহমান ও ইফাত মাহমুদ প্রান্ত এবং মহিলা প্লাটুনের ইসরাত তাসনিম প্রভা, মোসা: মাহফুজা আক্তার জুঁই ও সুমাইয়া আক্তার মৌ।
এছাড়া ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদন্নোতি পেয়েছেন মো. ইনজামামুল হক, শুভ বিশ্বাস, মো: ইফতি গাজী এবং আমেনা বেগম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC