বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন।
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী তিন বছরের জন্য ফরহাদ উদ্দীনকে চেয়ারম্যানের দায়িত্বপালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন এর স্থলাভিষিক্ত হন।
মো. ফরহাদ উদ্দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের এপ্রিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ক্যাম্পাস সাংবসদিকতায় যুক্ত ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন জনাব মো. ফরহাদ উদ্দীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC