বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বইছে নির্বাচনী আমেজ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এসোসিয়েশনের দ্বিতীয় নির্বাচনে ভিপি ও সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ণভাবে বিভিন্ন পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নির্বাচনী প্রচারণায় সরগরম।
মোবাইলে ক্ষুদে বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোট চাচ্ছেন। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই উন্মাদনা শুধু বিভাগের মধ্যেই সীমাবদ্ধ নয়, ৫০ একরের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। আগামী ১০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংগঠনিক সাতটি পদের বিপরীতে লড়ছেন ১০ জন প্রার্থী।
আগামীকাল (১০ নভেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এসোসিয়েশন নির্বাচন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। উক্ত সময়ের ভিতরে ভোটারদের ভোট প্রদান করতে হবে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার ইমরান হোসেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ বলেন, উৎসব মুখর পরিবেশ চলছে। এ যেন সিনিয়র-জুনিয়রদের মিলনমেলা। একে অপরের সাথে নতুন করে পরিচয়ের এক অঘোষিত বরণ প্রক্রিয়া। এই নির্বাচনের সবার ভেতরগত স্নায়ুযুদ্ধ চললেও, ভ্রাতৃত্বের বন্ধন দৃশ্যমান। এই পরিবারের এই পারিবারিক বন্ধন হীনস্বার্থের জন্য যেন নষ্ট না হয়। আরও বলতে হয় নির্বাচন বার বার আসুক। ভালোবাসার রজ্জু আরও পাকা হোক। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।