এপ্রিল ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫

ববিতে প্রথমবারের মতো জাতীয় কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ববিতে প্রথমবারের মতো জাতীয় কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
ববিতে প্রথমবারের মতো জাতীয় কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন “ব্যাটেল অব স্টেজ ২.০”-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে আইইউবি, ব্র্যাক, ঢাবি, ববি, বিইউপি, আইইউটি ও ইউআইইউ-এর ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল রাউন্ড শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

চূড়ান্ত প্রতিযোগিতায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) “মনু” দল চ্যাম্পিয়ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের “৫০৫” দল প্রথম রানার্সআপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “নেক্সট রাউন্ড” দল দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. অধ্যাপক গোলাম রাব্বানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশিদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক হারুন-উর-রশীদ।

বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার, প্রথম রানার্সআপকে ১০ হাজার, দ্বিতীয় রানার্সআপকে ৫ হাজার এবং অন্যান্য ফাইনালিস্ট দলকে ১ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল দলের সদস্যদের সনদপত্র, ট্রফি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিইউবিসি’র সভাপতি মাহমুদুল হাসান মিরাজ জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত “ব্যাটেল অব স্টেজ ১.০”-এর সফল আয়োজনের পর এবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে, যা আয়োজকদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা তিনটি পর্বের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে দেশের উদীয়মান তরুণরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যা সমাধানের কৌশল ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল “বায়োজিন কসমেসিউটিক্যালস”। পাশাপাশি মেরিকো বাংলাদেশ, লিড একাডেমি এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান এই আয়োজনে সহায়তা করেছে।