জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে দুইটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রথম কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেছে, যা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে পালন করা হয়। এরপরে ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়ে গাছের চারা রোপণ করেন।
এই বিষয়ে উপাচার্য বলেন, শহীদদের স্মরণে জুলাই মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ ধারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে 'জুলাই বিপ্লব' শীর্ষক প্ল্যানচেট বিতর্ক আয়োজিত হবে। বিতর্কের বিষয় হবে, "তারা কি ফিরবে?"
উল্লেখ্য, দুঃসাহসী আবু সাঈদের ঐতিহাসিক আত্মত্যাগের দিন আজ। গত জুলাইয়ের এই দিনে আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হয়। আবু সাঈদকে কোটা আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC