সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির তাণ্ডবে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে সিএনজি অটোরিকশা চালক এফিলিস হাগিদক (৫২)। এই ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ২০-৩০টি বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে আসে ঝিনাইগাতীর দরবেশতলা এলাকায়। নিজেদের জানমাল রক্ষায় গ্রামবাসী লাঠি নিয়ে হাতি তাড়াতে গেলে ভ্যানচালক আজিজুর রহমান আকাশ হাতির খুব কাছাকাছি চলে যান।
এ সময় একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। গ্রামবাসীদের ধাওয়ায় হাতির দল সরে গেলে গুরুতর আহত অবস্থায় আকাশকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয় এবং তার মুখ ও পেট হাতির পায়ের আঘাতে থেঁতলে গিয়েছিল।
এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে একই উপজেলার গজনী এলাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে। সিএনজিচালক এফিলিস হাগিদক সিএনজি চালানো শেষে আরও তিনজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই সড়কের উপর বন্য হাতির দলের মুখোমুখি হন তারা। সঙ্গে থাকা তিনজন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। হাতির দল থেকে একটি হাতি তাকে শুঁড় দিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় দুইটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার মো. আব্দুল করিম আরও জানান, নিহত দুইজনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC