টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বাড়ছে। এতে করে আগামীকাল, বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত বা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আজ বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নোয়াখালী, পরশুরাম, ফেনী এবং পার্শ্ববর্তী জেলাগুলোর শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
প্রফেসর রুনা নাছরীন বলেন, "এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। দুপুরের পর থেকে যদি বৃষ্টিপাত না বাড়ে, তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।"
তিনি আরও বলেন, "তবে পরিস্থিতি যদি অনুকূলে না আসে, তাহলে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমরা আজ সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।"
প্রফেসর রুনা নাছরীন পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"
উল্লেখ্য, চলতি সপ্তাহজুড়েই কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি এবং শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে অনেক অভিভাবক ও শিক্ষার্থী আগামীকালের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মোট ২ হাজার ৭৯৭
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC