দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত বলেন, "দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
হাইকোর্টের এই রায়টি বিশেষভাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর ৯ ধারার ওপর ভিত্তি করে প্রণীত রুলের শুনানির পর দেওয়া হয়।
গত ৭ নভেম্বর আদালত এ রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন। রুলের শুনানির সময় ড. শাহদীন মালিক এবং ব্যারিস্টার সিনথিয়া ফরিদ বাদীপক্ষে আদালতে উপস্থাপন করেন। এর আগে গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল-সংক্রান্ত ওই আইনের ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়মুক্তি কেন অসাংবিধানিক তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটের মাধ্যমে দায়মুক্তির বিষয়টি এবং কুইক রেন্টালের ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করেন। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে।
রিটে উল্লেখ করা হয়েছে, আইনের ৬(২) এবং ৯ ধারা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। রুলের শুনানি শেষে আদালত দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সব বন্ধ বিদ্যুৎকেন্দ্র পুনরায় সচল করার নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC