রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকের সামনে সতর্কীকরণ নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সতর্কীকরণ নোটিশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় বন্ধকালীন বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো।বিশ্ববিদ্যালয় বন্ধকালীন প্রধান ফটক /গেট বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে/ রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধকরণ পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করা যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে বলেও নোটিশে জানানো হয়।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। আবাসিক হলগুলোতে অল্প সংখ্যক শিক্ষার্থী আছে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC