আমরা সকলেই জানি যে, বন বা জঙ্গলের রাজা হলেন সিংহ। কিন্তু কেন সিংহকেই বনের রাজা বলা হয়, তা অনেকেই জানি না। বাঘ যেহেতু খুব ভাল শিকারী, তাহলে তার মাথায় এই মুকুট কেন ওঠে না?
আসুন জেনে নিই কেন সিংহের মধ্যে এই ম্যাজিক কাজ করে।
সিংহের জঙ্গল কাঁপানো গর্জন, নিজের প্রতি আস্থা এবং জঙ্গলের সকলের সঙ্গে ব্যবহার তাকে জঙ্গলের রাজা হিসাবে খ্যাতি দিয়েছে। বাঘের সঙ্গে একই ধরণের গতি, ক্ষিপ্রতা এবং শিকার করার কৌশল থাকার পরও অনেকটাই পিছিয়ে পড়েছে বাঘ।
সিংহ এবং বাঘ: জঙ্গলের দুই শক্তিশালী শিকারী
সিংহ এবং বাঘ হল জঙ্গলের সেই ৫ বড় বিড়ালের প্রজাতির মধ্যে পড়ে যারা জঙ্গলে রাজত্ব করে থাকে। বাকি তিনজন হল চিতা, লেপার্ড এবং স্নো লেপার্ড। এরা সকলেই এতটা ক্ষিপ্র হয় যে নিজের রক্ষা নিজেই করতে পারে। এরা সকলের খাদ্য তালিকায় জঙ্গলের শীর্ষে থাকে। তবে এরা সকলেই আলাদা শিকারী যাদের চরিত্র আলাদা হয়ে থাকে।
সিংহ: সামাজিক এবং ধৈর্যশীল
সিংহ সর্বদাই ঘাসযুক্ত জঙ্গলে থাকতে ভালবাসে। সিংহ সামাজিক প্রাণী, এর মানে হল সে জঙ্গলের বাকি প্রাণীদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারে। যদি তার পেট ভর্তি থাকে তাহলে সে কখনই শিকার করার দিকে যায় না। যদি তারা শিকার করতে একবার ফেল করে যায় তাহলে তারা ফের সেইদিন শিকার করে না। এতে তাদের পেটের ক্ষিদে আরও বাড়ে। পরদিন একটি সিংহ প্রায় দ্বিগুন গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে।
বাঘ: একাকী এবং আক্রমণাত্মক
অন্যদিকে বাঘের স্বভাব হল টানা শিকার করে যাওয়া। পেট ভর্তি থাকলেও সে শিকারকে মেরে ফেলতে ভালবাসে। সংখ্যায় বেশি থাকে বলে এরা জঙ্গলের বেশিরভাগ প্রাণীকেই নিজেদের টার্গেট করে থাকে।
দৈহিক গঠন ও শিকার করার কৌশল:
সিংহ এবং বাঘ দুজনেরই দাঁতের গঠন এক থাকে। ফলে শিকার করার সময় তার মাংস খুলে নিতে দুজনেই পটু। তাদের মুখের পেশি এমন থাকে যাতে তারা শিকরকে নড়ার সময় পর্যন্ত দেয় না।
সিংহের ওজন বাঘের তুলনায় বেশি থাকে। শিকার করার সময় তারা ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে। অন্যদিকে বাঘের ওজন কম থাকার পরও তারা ঘন্টায় ৬৫ কিলোমিটারের বেশি জোরে ছুটতে পারে না।
সিংহের ওজন থাকে ১৫০ থেকে ২৫০ কিলোগ্রাম। লম্বায় হয়ে থাকে ৮ থেকে ১০ ফুট। অন্যদিকে বাঘের ওজন থাকে ৭৫ থেকে ১৭০ কিলোগ্রাম। লম্বায় হয় ৬ থেকে ९ ফুট।
উপসংহার: সিংহের সামাজিক স্বভাব, ধৈর্য এবং শক্তিশালী গঠন তাকে জঙ্গলের অন্য প্রাণীদের থেকে আলাদা করে তুলেছে। বাঘ একাকী শিকারী হলেও, সিংহের মতো সামাজিক নয়। এই পার্থক্যগুলিই সিংহকে জঙ্গলের রাজা বানিয়েছে।
সূত্র: আজকাল
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC