কন্নড় ভাষার সিনেমা ‘কানতারা’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমাটি মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত হয়ে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করে। শুধু বক্স অফিসেই নয়, এটি দর্শকদের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছিল।
আলোচিত এই সিনেমাটির প্রিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত এই ছবিতে ঋষভ শেঠির ফার্স্ট লুক দারুণ সাড়া ফেলেছিল। এরপর নানা কারণে আলোচনায় উঠে আসে সিনেমাটি। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে দর্শক-সমালোচকদের কাছ থেকে এটি ভূয়সী প্রশংসা পাচ্ছে এবং বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে।
স্যাাকনিল্ক-এর এক প্রতিবেদন অনুযায়ী, ‘কানতারা টু’ মুক্তির পর প্রথম ১০ দিনে ভারতে ৪৭৪.৫ কোটি রুপি (গ্রস) এবং বিদেশে ৮০ কোটি রুপি আয় করেছে। এর ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৫৪.৫ কোটি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫৮ কোটি ৬৬ লাখ টাকা)।
বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘কানতারা টু’ আয় করে ৮৭.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৬১ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৮১ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৯০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৪০ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ৩০ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ২৫.৯ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ২৯.০৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৩৪.৮৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৩১ কোটি ৭৭ লাখ টাকা)।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘কানতারা টু’ মোটা অঙ্কের অর্থ আয় করে। একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, অ্যামাজন প্রাইম ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস ১২৫ কোটি রুপিতে (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ কোটি ৫৬ লাখ টাকার বেশি) কিনে নিয়েছে। এটি কন্নড় সিনেমার ইতিহাসে ‘কেজিএফ টু’-এর পরের অবস্থানে থাকা অন্যতম সর্বোচ্চ চুক্তি। এই প্ল্যাটফর্মটি সব ভাষার স্ট্রিমিং রাইটস কিনেছে বলে জানা গেছে।
‘কানতারা’ শব্দের অর্থ হলো গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে এই সিনেমার কাহিনি নির্মিত হয়েছে। প্রথম পার্টে পরিচালক তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে গল্পটি দেখিয়েছেন। পরিচালনার পাশাপাশি ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা এবং অভিনয়ও করেন ঋষভ শেঠি। প্রিকুয়েল ‘কানতারা টু’-এরও চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং অভিনয় করছেন তিনি।
‘কানতারা’ প্রথমে কন্নড় ভাষায় নির্মাণ করা হয়। পরে আরো ছয়টি ভাষায় ডাব করে প্রদর্শিত হয়েছিল। তখন শুধু নির্মাণে ব্যয় হয়েছিল ১৬ কোটি রুপি; সব মিলিয়ে বাজেটের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৫ কোটি। প্রিকুয়েলটি নির্মাণে এর দ্বিগুণ খরচ হয়েছে বলে জানা গেছে। তবে বলি মুভি রিভিউজ জানিয়েছে, সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১২৫ কোটি রুপি। ‘কানতারা: চ্যাপ্টার ১’ বা ‘কানতারা টু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC