আশাহত নেইমার ভক্তরা। প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা এই তারকাকে আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আবারও সেলেকাও জার্সিতে দেখার আশা ছিল। কিন্তু নতুন করে ঊরুতে চোট পাওয়ায় সেই প্রত্যাশা আপাতত ভেস্তে গেল। ফলে জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা আবারও পিছিয়ে গেল।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার।
এরপর দু’বার দলে ডাক পেলেও ইনজুরির কারণে তিনি ছিটকে যান। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে কোচ কার্লো আনচেলত্তির দলে এই ফরোয়ার্ডের ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিনই অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার নতুন চোট।
নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, তার ঊরু ফুলে গেছে এবং চিকিৎসা শুরু হয়েছে। ইতোমধ্যেই বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে।
এদিকে, চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পুরো ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করেছে, নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তি নাকি শুরু থেকেই কিছুটা দ্বিধায় ছিলেন।
সবকিছু ঠিক থাকলে নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC