ছবি মিত্তল ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন তিনি।ফের নতুন রোগে আক্রান্ত হলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের আইডিতে এক পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ছবি মিত্তল জানান, বুকের কার্টিলেজে আঘাত পেয়েছেন তিনি। এই রোগের নাম কস্টোকনড্রাইটিস।
ছবি বলেন, ক্যানসারের ট্রিটমেন্টে রেডিয়েশনের কারণে, কিংবা অস্টিওপেনিয়ায় আক্রান্ত হয়ে যে ইনজেকশন তিনি নিতেন, সেকারণে অথবা অত্যন্ত সর্দির কারণে এই রোগ হতে পারে। নইলে সম্মিলিত কারণেও এই রোগ হতে পারে।
শ্বাস নিতেও ব্যাথা করছে, হাতেও ব্যাথা, শুয়ে থাকি, বসে থাকি, সবকিছুতেই ব্যথা।’ কস্টোকনড্রাইটিস আসলে কোস্টাল কার্টিলেজের একটি প্রদাহ যা পাঁজরকে স্টার্নাম অর্থাৎ স্তনের হাড়ের সঙ্গে সংযুক্ত করে।
প্রসঙ্গত, '৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন'-এর মতো বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি মিত্তল। 'এক বিবাহ... অ্যায়সা ভি'-তেও অভিনয় করেছেন তিনি। তার সুস্থতা কামনা করছেন ভক্তরা৷
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC