জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন। তার বাবা প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। মারুফ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
কিন্তু কোন এক কারণে ২০১৯ সালে তিনি বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। সকলের কাছে কারণটি এখানো অজানা। তিনি আমেরিকায় ব্যবসা করছেন। এর মাঝেই সিনেমা নির্মাণের করেছেন। সিনেমার নাম হচ্ছে ‘গ্রিন কার্ড’।তবে তিনি আবারও অভিনয়ে ফিরছেন।
আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ বলেন, আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।
২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাজী মারুফ। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC