ফেনীর ছাগলনাইয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৪০) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন।
গতকাল বুধবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার উত্তর যশপুর গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি। জয়নাল ওই গ্রামের মৃত মুন্সি আবুল খায়েরের ছেলে। আটকের পরপরই তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, এই ভুয়া পরিচয়দানকারী জয়নাল গত ২০ দিন ধরে ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। সে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআই-এর লোগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করত। ফোনে সে নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএসআই কর্মকর্তা দাবি করে এবং সীমান্তে চোরাই পথে অবৈধ পণ্য প্রবেশের মিথ্যা তথ্য দিয়ে বিজিবি সদস্যদের সতর্ক থাকার জন্য চাপ সৃষ্টি করত।
ক্যাম্প কমান্ডার আরও জানান, জয়নাল বেশ কিছুদিন ধরে মোবাইলে ভুল তথ্য সরবরাহ করে চোরাচালান চক্রের সঙ্গে আঁতাত করে সীমান্তে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বিষয়টি বিজিবির সন্দেহ হলে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।
ফেনী ৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, "এই ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে দেওয়া যুবকটি গত কয়েকদিন ধরে আমাদের ক্যাম্পে ফোন করে সীমান্ত সংক্রান্ত ভুল তথ্য দিয়ে হয়রানি করছিল। আমরা তার কর্মকাণ্ডে সন্দেহ হলে তাকে আটক করি এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে থানায় হস্তান্তর করেছি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC