ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে ‘অন্তরা’ নামে বেশ পরিচিত লাভ করেছেন। অনেকেই এখন তাকে ‘অন্তরা’ নামেই ডাকেন।
ফারিয়া কাজে ফাঁকে সময় পেলেই দেশ-বিদেশ ঘুরতে পছন্দ করেন। তাইতো এবার ছুটে গেলেন সুদূর চীনে। তিনি ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত ছবি ফেসবুকে পোস্ট করছেন। এসব ছবি দেখে অনেকে তার রূপের প্রশংসা করছেন। আবারও অনেকে প্রশ্ন করেছেন— ‘এত টাকা কোথায় পান যে বিদেশে ঘুরে বেড়ান?’
আর তখনি এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন— ‘সবাই বিদেশ গেলে কিছু হয় না আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করলো! কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে মাথায় বা শরীরে বরফ দেন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে। আমি জ্বলার মতোই!’
নেটদুনিয়ায় অনেকে ফারিয়া শাহরিনের ‘সুগার ড্যাডি’র খবর জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, ‘সুগার ড্যাডি থাকলে এত দিনে আমার গাড়ি, ফ্ল্যাট থাকত। খোঁজ নিয়া দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC