মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি ও ব্যক্তিগত প্রভাবের কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ক্ষেত্রে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে এবং রপ্তানিও বাড়বে।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অন্যান্য মার্কেটের অবস্থান মাথায় রেখেই কূটনৈতিক দরকষাকষি করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কহারে বাংলাদেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী, এই নতুন শুল্কহার কার্যকর হয়েছে ৭ আগস্ট থেকে। ফলে ওই দিন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব চালানে নতুন হার প্রযোজ্য হবে।
এর আগে এপ্রিল মাসে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে জুলাইয়ে তা কমিয়ে ৩৫ শতাংশ করা হয় এবং সর্বশেষ আলোচনার পর তা নামিয়ে আনা হলো ২০ শতাংশে।
নতুন শুল্কহারের বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৭ আগস্ট থেকে শিপিংয়ে যেসব পণ্য পাঠানো হবে সেগুলোর চালানেই নতুন হার কার্যকর হবে। তবে ওই তারিখের আগে যেসব পণ্য রওনা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আগের শুল্কহার বহাল থাকবে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৮৬ শতাংশের বেশি তৈরি পোশাক। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC