প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। প্যান ইন্ডিয়ান সিনেমার ‘দরদ’ শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) থেকে সিনেমাটির শুটিং শুরু হবে ভারতের এলাহাবাদে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’ সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন নায়ক-নয়িকা ও নির্মাতারা
সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশন আশা করছি ভালো হবে।’
‘দরদ’-এর মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন সোনাল চৌহান। তাঁর কথায়, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যত দূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে এতে আমি বেশ রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার সিনেমাটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতার হবে।’
[caption id="" align="alignnone" width="1920"] ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে ‘দরদ’ টিম। ছবি: সংগৃহীত[/caption]
এর আগে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) এক ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। মাসব্যাপী টানা শুটিং শেষ করে নভেম্বরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
‘দরদ’ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মীসহ আরও অনেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC