অক্টোবর ১৮, ২০২৪

শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে অংশ নিলেন শাকিব খান

Rising Cumilla - Shakib Khan participated in the BPL draft for the first time
ছবি: সংগৃহীত

শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চ। আজ একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলদল কিনেছেন ঢাকাই সিনেমার কিং‘ শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্কহারল্যান। আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’এর মালিকানায়ও থাকছেন তিনি।

সোমবার (১৪ অক্টোবররাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলের একাদশ আসর শুরু হবে আগামী ডিসেম্বরে। এ টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে। এবার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বড় আকর্ষণ হলো টালিউড অভিনেতা শাকিব খানের অন্তর্ভুক্তি। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। আজ প্লেয়ার্স ড্রাফটে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও।

এবারের বিপিএলে অংশ নেবে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। তবে, চারবার শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অংশ নিচ্ছে না।

ড্রাফটে ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ। সবমিলিয়ে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।