দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ে মিরার রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিনেতার চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মেয়ের ঝুলন্ত মরদেহ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৬।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নিজ বেডরুম থেকে মিরাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মিরার মৃত্যুর তদন্ত করছে পুলিশ।
খুবই মানসিক চাপে ছিলেন মীরা। চিকিৎসাও চলছিল তার। গত মার্চে স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন বিজয়ের ১৬ বছর বয়সী মেয়ে মীরা। সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিজয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC