মে ১৫, ২০২৫

বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫

পোষা কুকুর চিবিয়ে খেয়ে ফেলল সাড়ে চার লাখ টাকা

The pet dog chewed and ate four and a half lakh taka
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক দম্পতির পোষা কুকুর আধঘণ্টার মধ্যে তাদের সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।

দম্পতি  সংবাদ মাধ্যমকে জানায়, তারা বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে চার হাজার ডলার (সাড়ে চার লাখ টাকা) তুলে এনে বাড়িতে রেখেছিলেন। বাড়ি ফেরার পর তারা কিচেন কাউন্টারে টাকাগুলো রেখে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা দেখতে পান তাদের পোষা কুকুর সেসিল টাকাগুলো চিবিয়ে খাচ্ছে।

দম্পতি কুকুরের মুখ থেকে টাকা বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা ব্যাংকে গিয়ে ঘটনার কথা জানান। ব্যাংক ছেঁড়া যে নোটগুলোর নম্বর দেখা যাচ্ছিল সেগুলো বদলে দেয়।

দম্পতি জানায়, প্রায় সাড়ে চারশো ডলার নোটের নম্বর কোনোভাবেই পাওয়া যায়নি। বাকি নোটগুলোর সিরিয়াল নম্বর পাওয়া গেছে। সেগুলো ব্যাংক বদলে দিয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরও পড়ুন